ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসটিআই মহাপরিচালকের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১, ২০২০
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএসটিআই মহাপরিচালকের শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাচ্ছেন বিএসটিআইয়ের মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ারসহ অন্যরা।

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সদ্য যোগদানকৃত মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার।

বুধবার (০১ জুলাই) ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা সচিব বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর এন আই খান।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বিএসটিআই মহাপরিচালক ড. মো. নজরুল আনোয়ার।

এ সময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী পরিবারের অন্যান্য শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরবর্তীতে তিনি ভিজিটরস বইয়ে সই করেন।

পুষ্পস্তবক অর্পণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের পরিচালক (প্রশাসন) মো. তাহের জামিল, পরিচালক (মেট্রোলজি) মো. আনোয়ার হোসেন মোল্লা, পরিচালক (পদার্থ) প্রকৌশলী শামীম আরা বেগম, পরিচালক (মান) প্রকৌশলী এস এম ইসহাক আলী, পরিচালক (সিএম) প্রকৌশলী মো. সাজ্জাদুল বারী, পরিচালক (রসায়ন) পঙ্কজ কুমার কুণ্ডুসহ বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।