ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০০ কোটি টাকার বন্ড দ্রুত অবসায়ন করতে চায় যমুনা ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
২০০ কোটি টাকার বন্ড দ্রুত অবসায়ন করতে চায় যমুনা ব্যাংক যমুনা ব্যাংক

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম ইস্যু ২০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড দ্রুত অবসায়ন করবে।

সোমবার (২০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

যমুনা ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে ‘ট্রাস্ট ডিড’ অনুযায়ী নির্ধারিত শর্ত মেনে বন্ডটির সম্পূর্ণ ব্যবহার করে এর দ্রুত অবসায়ন চায়। ব্যাংকটি আগামী ২৮ জুলাই বন্ডের দ্রুত অবসায়নের (আর্লি রিডামপশন) তারিখ নির্ধারণ করেছে।

এর আগে ২০১৪ সালের ২৯ অক্টোবর বিএসইসি ব্যাংকটির ২০০ কোটি টাকার বন্ড অনুমোদন করে। নিয়ম অনুযায়ী বন্ডটি ৭ বছরে পূর্ণ অবসায়ন হওয়ার কথা ছিল। কিন্তু যমুনা ব্যাংক এক বছর আগেই বন্ডটি অবসায়ন করতে চায়।

এদিকে গত রোববার (১৯ জুলাই) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় বন্ডটি দ্রুত অবসায়নের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ২০, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।