ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সার আমদানি ৫০ কোটি টাকার বেশি হলে অনুমোদন দেবেন শিল্পমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
সার আমদানি ৫০ কোটি টাকার বেশি হলে অনুমোদন দেবেন শিল্পমন্ত্রী

ঢাকা: এবছরের জন্য ইউরিয়া সার আমদানি নিরবচ্ছিন্ন করতে লট ভিত্তিতে দাম ৫০ কোটি টাকার ঊর্ধ্বে গেলেই অনুমোদন দেবেন শিল্পমন্ত্রী। এ সংক্রান্ত একটি প্রস্তাবসহ মোট ৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৬৮৭ কোটি ২৬ লাখ টাকা।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে জুম অ্যাপসের মাধ্যমে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির ১৬তম সভা কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের অনুপস্থিতিতে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়। এসময় মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বৈঠকে অনুমোদিত প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম। তিনি জানান, এখন থেকে ২০২০-২১ অর্থবছরের জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ থেকে চুক্তিবদ্ধ ইউরিয়া সার আমদানি নিরবচ্ছিন্ন করতে লট ভিত্তিতে ৫০ কোটি টাকার ঊর্ধ্বে গেলেও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আলাদা আলাদা অনুমোদনের পরিবর্তে বিশেষ বিবেচনায় অন্য সব লটের অনুমোদনের ক্ষমতা শিল্পমন্ত্রীকে দেওয়ার একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

২০২০-২১ অর্থবছরের জন্য কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) বাংলাদেশ থেকে চুক্তিবদ্ধ ৫ লাখ ৫০ হাজার মেট্রিকটন থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিকটন ব্যাগ গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৫ কোটি ১৭ লাখ টাকা।

নাসিমা বেগম জানান, বৈঠকে বিদ্যুৎ বিভাগের দু’টি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘শতভাগ পল্লী বিদ্যুতায়নের জন্য বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ (রাজশাহী, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগ) ১ম সংশোধন’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ লট-৪ এর আওতায় সাবমেরিন ক্যাবল ১১ কেভি ও ৩৩ কেভি ক্রয় প্রস্তাব অনুমোদন। সাবমেরিন ক্যাবলটি কেনা হবে বিআরবি ক্যাবলস থেকে। এতে ব্যয় হবে ২৯ কোটি ৭৯ লাখ টাকা।

বৈঠকে অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হলো, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়নাধীন ‘কক্সবাজার জেলাধীন ক্ষতিগ্রস্ত পোল্ডার পুনর্বাসন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় বাঁধ পুনর্নির্মাণ/ পুনরাকৃতিকরণ ও প্রতিরক্ষামূলক কাজের ভেরিয়েশন প্রস্তাব, নৌপরিবহন মন্ত্রণালয় বাস্তবায়নাধীন ‘মাতার বাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প’ শীর্ষক চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ অংশের কনসালট্যান্সি সার্ভিস ফর ডিটেইল ডিজাইন, টেন্ডার অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড কনসট্রাকশন সুপারভিশন ফর প্রোপোজ জাইকা ফান্ড মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পের ক্রয় প্রস্তাব।  

এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এমওপি সার আমদানির প্রস্তাব ও এডিবি লোনে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের আওতায় প্রকিউরমেন্ট অব ইক্যুপমেন্ট ফর ইমপ্লিমেন্টেশন ফর প্রি-ভোকেশনাল অ্যান্ড ভোকেশনাল প্রোগ্রামের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।