ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইবিটিআরএর উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং’ শীর্ষক কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
আইবিটিআরএর উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং’ শীর্ষক কর্মশালা

ঢাকা: ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত শনিবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।   ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, ব্যাংকের ডিরেক্টর ও চবির ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রফেসর ও ডিরেক্টর (রিসার্চ, ডেভেলপমেন্ট অ্যান্ড কনসালটেন্সি) ড. প্রশান্ত কুমার ব্যানার্জি, পিএইচডি, সেশন লিডার হিসেবে বক্তব্য দেন।

আইবিটিআরএর ডিরেক্টর জেনারেল এস এম রবিউল হাসানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ওমর ফারুক খান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মতিয়ার রহমান।  

ব্যাংকের শাখাপ্রধান, এডি ব্রাঞ্চগুলোর ফরেইন এক্সচেঞ্জ ইনচার্জ, ইন্টারন্যাশনাল ব্যাংকিং উইং এবং শরীআহ সেক্রেটারেয়েটের নির্বাহী ও কর্মকর্তারা দিনব্যাপী এ কর্মশালায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।