ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

শেয়ারের দাম বাড়ার কারণ জানে না জেনারেশন নেক্সট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, সেপ্টেম্বর ২৪, ২০২০
শেয়ারের দাম বাড়ার কারণ জানে না জেনারেশন নেক্সট লোগো

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট ফ্যাশনের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না কোম্পানিটি। কোনো কারণ ছাড়াই তাদের শেয়ারের দাম বাড়ছে বলে কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই ওই কোম্পানিকে নোটিশ পাঠায়। নোটিশের জবাবে কোম্পানি থেকে গত ২২ সেপ্টেম্বর জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর বাড়ছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২০
এসএমএকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।