ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নামী ব্র্যান্ডের নকল স্যানিটারি ন্যাপকিনসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
নামী ব্র্যান্ডের নকল স্যানিটারি ন্যাপকিনসহ আটক ২

ঢাকা: বিদেশি নামীদামি ব্র্যান্ডের নকল ও নিম্নমানের স্যানিটারি ন্যাপকিনসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
 
আটক দুই প্রতারক হলেন- আহিম উদ্দিন (৩৩) ও মো. গোলাম রহমান ওরফে মিথুন (৩২)।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার এইচ ব্লকের ৭ নম্বর রোডের ২৩ নম্বর হাউজের খান বিজনেস কোম্পানিতে অভিযান চালিয়ে দুই প্রতারককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪০টি কার্টুনে বিভিন্ন সাইজের ২ হাজার ২০০ প্যাকেট নকল উইসপার ন্যাপকিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ টাকা।

তিনি জানান, তাদের এ সিন্ডিকেটে আরও একজন আসামি পলাতক রয়েছে। তাকে আটকে অভিযান চলছে। চক্রটি দীর্ঘদিন ধরে নকল এসব পণ্য বিভিন্ন স্থানে সরবরাহ করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। তাদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২০
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।