ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের এজিএম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের এজিএম অনুষ্ঠিত

ঢাকা: পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২০ সালে আর্থিক বিবরণীসহ পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন তুলে ধরা হয়। এছাড়া কোম্পানির ঘোষণা করা ১১ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১১ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার বিষয়টি শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানি পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন। তিনি কোম্পানির বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনার উপর আলোকপাত করেন এবং শেয়ারহোল্ডাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।