ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, সোনামসজিদে ঢুকল ৭ ট্রাক পেঁয়াজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, সোনামসজিদে ঢুকল ৭ ট্রাক পেঁয়াজ

চাঁপাইনবাবগঞ্জ: ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করল ৭ ট্রাক ভারতীয় পেঁয়াজ।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিন শুক্রবার থাকায় শনিবার (২ জানুয়ারি) ভারতের মাহদীপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দরে ৪ জন আমদানীকারকের সাতটি পেঁয়াজের ট্রাক প্রবেশ করে।

এর মধ্যে, সাদিয়া এন্টারপ্রাইজের একটি ট্রাক এবং টি.এম এন্টারপ্রাইজের ২ ট্রাক পেঁয়াজ রয়েছে।

এ ব্যাপারে সাদিয়া এন্টারপ্রাইজের প্রতিনিধি সাদিকুল ইসলাম বাংলানিউজকে জানান, তার ভারতীয় এক ট্রাকে ১৫ টন পেঁয়াজ সোনামসজিদ বন্দরে বিকেলে প্রবেশ করেছে। তিনি এসব পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রির জন্য মোটামুটি ফায়সালা করেছেন।

এ ব্যাপারে পানামা পোট লিংক লিমিটেডের পোট ম্যানেজার মইনুল ইসলাম ৭ ট্রাক পেঁয়াজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্দরে প্রবেশ করেছে বলে নিশ্চিত করেন। তিনি আরও জানান, কাঁচামাল এবং প্রয়োজনীয় উপকরণ হওয়ায় দ্রুত এসব বন্দরে খালাস অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।