ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

২৫০ কোটি টাকার মূলধন পাচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
২৫০ কোটি টাকার মূলধন পাচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক

ঢাকা: মূলধন ঘাটতি পূরণে ২৫০ কোটি টাকা পাচ্ছে রাষ্ট্রীয় মালিকানাধীন পল্লী সঞ্চয় ব্যাংক।

কিছু শর্ত দিয়ে অর্থবিভাগ সম্প্রতি টাকা ছাড় করতে একটি চিঠি ইস্যু করেছে।

এই অর্থ দিয়ে দেশের গরীব কৃষক, প্রবাস ফেরত কর্মী, ব্যবসার মাধ্যমে তরুণ বেকার জনগোষ্ঠীর চাকরি ও কর্মসংস্থান সৃষ্টিতে বিতরণ করা হবে।

শর্তমতে তহবিল বিতরণের পর অর্থবিভাগে বিস্তারিত সারাংশ জমা দিতে হবে পল্লী সঞ্চয় ব্যাংকে। সরকারের বিদ্যমান নীতি ও আইনের মধ্যেই এই অর্থ বিতরণ করতে হবে।

মহামারি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার জন্য চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেট থেকে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

পল্লী সঞ্চয় ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০০ কোটি টাকা।

ব্যাংকটির মূল লক্ষ্য হচ্ছে দারিদ্র দূর করা। যাতে দেশের দরিদ্র মানুষ এই ব্যাংকে টাকা জমা করে উদ্যোক্তা হতে পারে।

বাংলাদেশ সময়: ০৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২১
এসই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।