পঞ্চগড়: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একদিনের ছুটি শেষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই-খুদা মিলন।
তিনি বাংলানিউজকে বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি নির্দেশনায় গত বুধবার (২০ অক্টোবর) বন্ধ রাখা হয় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। একদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
পঞ্চগড়ের বাংলাবান্ধার ওপারে ভারতের জলপাইগুড়ি জেলার ফুলবাড়ী স্থলবন্দর। বাংলাবান্ধা দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর (ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটান)।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২১
এসআই