ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফের ভারত-বাংলাদেশ চেম্বারের সভাপতি মাতলুব আহমাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
ফের ভারত-বাংলাদেশ চেম্বারের সভাপতি মাতলুব আহমাদ আবদুল মাতলুব আহমাদ (বাঁ থেকে), এম শোয়েব চৌধুরী ও অভিষেক দাস।

ঢাকা: ২০২১-২০২৩ মেয়াদে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নিটল মোটরসের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।  

রোববার (১৯ ডিসেম্বর) আইবিসিসিআই থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নতুন কমিটিতে এইচএসটিসি লিমিটেডের সিইও এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশের এমডি অভিষেক দাস সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড ড. প্রকাশ চাঁদ সাবু, কোয়ালিটি এন্টারপ্রাইজের এমডি মো. আবদুল ওয়াহেদ, বাংলাদেশ সিস্টেম টেকনোলজির চেয়ারম্যান ও এমডি দেওয়ান সুলতান আহমেদ যথাক্রমে অনারারি সেক্রেটারি জেনারেল, অনারারি যুগ্ম মহাসচিব এবং অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হন। মাতলুব ও শোয়েব আগের দুই কমিটিতেও একই পদে ছিলেন।

নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন- ফতুল্লা ইস্পাত রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী, সিআট এ কে খান লিমিটেডের ভেনুগোপাল নাম্বিকেরিল চেল্লাপ্পান পিল্লাই, বি আর স্পিনিং মিলসের আলহাজ মো. বজলুর রহমান, এম এ কে এস অ্যাটায়ার্সের ফারখুন্দা জাবীন খান, ম্যারিকো বাংলাদেশের আশীষ গেপাল, টাটা মোটরসের মধু পি সিং, শারোথি এন্টারপ্রাইজের মতিয়ার রহমান, ব্রিক ওয়ার্কস ডেভলপমেন্টের লিয়াকত আলী ভূঁইয়া, এশিয়ান পেইন্টসের রিতেশ দোশি, রহমান শিপিং লাইনসের মো. মশিউর রহমান, মাহিন্দ্রা ও মাহিন্দ্রা লিমিটেডের রবিন কুমার দাস, দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির শ্রীকান্ত আইয়ার, আয়ন এক্সচেঞ্জ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট (বিডি)-এর জুলফিকার শেখ, এইচএমসিএল নিলয় বাংলাদেশের নগেন্দ্র দ্বিবেদী, এয়ার টাচের মাওলানা এয়াকুব শরাফতি, এজিয়ন ল্যাবরেটরিজের অজিত কুমার, সান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঞ্জয় বসু ও গালফ ওরিয়েন্ট সিওয়েজের এস কে মাহফুজ হামিদ।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।