ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়ান ব্যাংকের কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ডের সূচনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
ওয়ান ব্যাংকের কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ডের সূচনা ...

ঢাকা: ওয়ান ব্যাংকের গ্রাহকদের জন্য এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তিসহ ভিসা ব্র্যান্ডের ইএমভি চিপ ক্রেডিট কার্ড চালু করেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. এস. এম. শহীদুল্লাহ্ খান প্রধান কার্যালয়ে কেক কেটে কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ডের সুচনা করেন।

নতুন কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ডের মাধ্যমে কার্ডহোল্ডাররা দেশে ও বিদেশে নির্দিষ্ট কন্ট্যাক্টলেস পেমেন্ট টার্মিনালে ক্রেডিট কার্ড ট্যাপ লেনদেন সম্পন্ন করতে পারবে।

অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ, পরিচালনা পর্ষদের সদস্যরা কাজী রুকুনউদ্দীন আহমেদ, শওকত জামান, অনন্যা দাশ গুপ্ত, স্বতন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনীর প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।