ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে জেসিআই প্রেসিডেন্টের সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
এফবিসিসিআই প্রেসিডেন্টের সঙ্গে জেসিআই প্রেসিডেন্টের সাক্ষাৎ

ঢাকা: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ২০২২ প্রেসিডেন্ট আর্জেনিস অ্যানগুলো।  

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সে সময় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২২ ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। বৈঠকে এফবিসিসিআই প্রেসিডেন্ট ও জেসিআই প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়। দুই সংগঠন একসঙ্গে কাজ করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করে।  

জেসিআই প্রেসিডেন্ট ও ভেনিজুয়েলার নাগরিক আর্জেনিস অ্যানগুলো বলেন, ‘জেসিআই বাংলাদেশের তরুণ মেম্বাররা সমাজের নানা ক্ষেত্রে অবদান রাখছেন। এফবিসিসিআই ও জেসিআই বাংলাদেশের তরুণ নেতৃত্ব একসঙ্গে কাজ করলে বাংলাদেশের উন্নয়নে দারুণ ভূমিকা রাখবে। ’

এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব ঘটবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবটিক্সের সমন্বয়ে। এর সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে আমাদের তরুণ উদ্যোক্তাদের প্রস্তুত হতে হবে। আর এক্ষেত্রে জেসিআই বাংলাদেশ ভূমিকা রাখতে পারে। ’

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘জেসিআইয়ের কার্যক্রম আমরা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছি। আশা করছি খুব শিগগিরই জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ বাংলাদেশের তরুণদের কণ্ঠে পরিণত হবে। ’

এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই’র পরিচালক আমজাদ হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট টু ২০২২ জেসিআই প্রেসিডেন্ট কিতামুরা মারি, জেসিআই বাংলাদেশের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালেহীন এফ নাহিয়ান, জেসিআই বাংলাদেশের ন্যাশনাল জেনারেল লিগ্যাল কাউন্সেল ইমরান কাদির ও পরিচালক মো. আশিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।