ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বন্দরে ‘পচা গন্ধ’ ছড়াচ্ছে ভারত থেকে আনা ২০০ টন গম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, জুন ৮, ২০২২
বন্দরে ‘পচা গন্ধ’ ছড়াচ্ছে ভারত থেকে আনা ২০০ টন গম

ব্রাহ্মণবাড়িয়া: প্রায় কয়েক সপ্তাহ ধরে ভারত থেকে আনা ২০০ টনেরও বেশি পচা গম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে দুর্গন্ধ ছড়াচ্ছে। বাছাই করা গম নতুন করে বস্তায় ভরে বন্দর থেকে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন সংশ্লিষ্টরা।

তবে ভারত থেকে পচা গম পাঠানো হয়নি বরং এদেশে আনার পর গমে পচন ধরেছে বলে জানিয়েছেন আমদানি সংশ্লিষ্টরা।  

তারা বলছেন, বাংলাদেশে আনার পর ভিজে এসব গম পচে গেছে। তবে বন্দর সংশ্লিষ্টরা বলছেন, শেষ দিকে আসা গম ভারত থেকেই পচা অবস্থায় এসেছে। এখন এসব গম থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে।

আরেকটি সূত্র জানায়, ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলার সঙ্গে আসামের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণেই গমের এ দুর্গতি। মূলত নির্ধারিত সময়ে গম আসতে না পারা ও সেখানে বৃষ্টিতে ভেজাসহ নানা কারণে গম পচে যায়।    

স্থলবন্দরের পরিদর্শক (ট্রাফিক) মো. জাকির হোসেন বলেন, আখাউড়া বন্দরে আসার পর এসব গম বৃষ্টিতে ভেজেনি। আনার আগে হয়তো এমনটি হয়ে থাকতে পারে। তবে আমি যতটুকু জানি, শেষের দিকে আসা গম পচা ছিল।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুন ৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।