ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘স্বপ্ন’ এখন কুড়িগ্রামের নাগেশ্বরীতে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
‘স্বপ্ন’ এখন কুড়িগ্রামের নাগেশ্বরীতে

ঢাকা: দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ এখন কুড়িগ্রামের নাগেশ্বরীতে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ মোড়ের সিরাজ শপিং মলে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার আমির মো. তৈয়বুর রহমান, রংপুর জোনের জোনাল ম্যানেজার অব অপারেশন মো. শাহ নেওয়াজ মজুমদার রনি, আউটলেট ম্যানেজার মো. নিয়াজ মাহমুদ, এক্সিকিউটিভ ফ্রাঞ্চাইজি এক্সপ্যানশন মো. রবিউল ইসলাম প্রমুখ। এটি স্বপ্নের ২৪৩তম আউটলেট।

স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন’ এখন দেশের ৪২টি জেলায়। কুড়িগ্রামের নাগেশ্বরীতে আমাদের সেবার পরিসর আরো বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নের এ আউটলেটে নিয়মিত বাজার করবেন।

স্বপ্নের অপারেশন্স ডিরেক্টর আবু নাছের জানান, নতুন এ আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার ও হোম ডেলিভারি সেবা।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।