ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জুয়েলারি শিল্পকে সহজ ঋণের আওতায় আনতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
জুয়েলারি শিল্পকে সহজ ঋণের আওতায় আনতে হবে

পঞ্চগড়: পঞ্চগড়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বলেছেন, স্বর্ণ ব্যবসা হচ্ছে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসা। এ ব্যবসায় প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে।

এ ব্যবসাকে এগিয়ে নিতে ঋণ প্রক্রিয়া সহজ করতে হবে। এ জন্য উদ্যোগ নিতে হবে বাংলাদেশ ব্যাংককে।  

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে স্বর্ণ ও জুয়েলার্স ব্যবসাকে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। এ শিল্পের উন্নয়নে সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে, উল্লেখ করেন দিলীপ কুমার।  

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর এলাকার রাজনগড়ে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে বাজুসের পঞ্চগড় জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

দিলীপ কুমার আগারওয়ালা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিচ্ছেন। তিনি অন্যায়কে প্রশ্রয় দেন না। আমাদেরও জুয়েলারি শিল্পকে পরিচ্ছন্ন করতে হবে। কোনো অন্যায় করা যাবে না। ট্যাক্স-ভ্যাট সঠিকভাবে দিতে হবে।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং বাংলাদেশ প্রতিদিনের বিজনেস এডিটর রুহুল আমিন রাসেল বলেন, বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীর বাংলাদেশের জুয়েলারি শিল্পকে বৈশ্বিক শিল্প হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন। এজন্য তিনি নিরলস কাজ করছেন। বাংলাদেশের জুয়েলারি শিল্পীরা আন্তর্জাতিক মানের ডিজাইন করেন। তাদের কাজও আন্তর্জাতিক মানের। তাই এ শিল্পকে এগিয়ে নিতে আপনাদের সংগঠিত হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের সদস্য এনামুল হক সোহেল।  

জেলা বাজুসের সভাপতি নবীন চন্দ্র বণিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- জেলা বাজুসের সাধারণ সম্পাদক মধুসূদন রায় বণিক রনিক, তেঁতুলিয়া উপজেলা বাজুসের আহ্বায়ক আবুল কালাম, আটোয়ারী বাজুসের সভাপতি খনিন্দ্রনাথ বর্মণ, সাধারণ সম্পাদক নিপেন চন্দ্র ঘোষ, সংগঠনের বোদা উপজেলা শাখার সভাপতি নিরঞ্জন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক বিলাস চন্দ্র বর্মণ, দেবীগঞ্জ উপজেলা বাজুসের সভপতি জগদীস চন্দ্র রায়, সাধারণ সম্পাদক মলিন্দ্রনাথ বর্মণসহ অনেকে।

সভায় জেলা ও উপজেলা থেকে আসা জুয়েলারি ব্যবসায়ী ও কারিগররা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্বর্ণ ব্যবসায়ীদের উন্নয়ন, সম্ভবনা ও নানা সমস্যা নিয়ে আলোচনা করা হয়। শেষে জেলার পাঁচ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এসময় অতিথিরা সম্প্রতি বোদা উপজেলার মাড়েয়া বামনহাট আউলিয়া ঘাটে নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যু ও তিনজনের নিখোঁজ হওয়ার ঘটনায় শোক জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।