ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২২
পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি  ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৮ নভেম্বর) বিএসইসির সহকারী পরিচালক মো. মোসাব্বির আল আশিকের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে পুঁজিবাজারের লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হবে। যা চলবে ২টা ৫০ মিনিট পর্যন্ত।

ওইদিন প্রি-ওপেনিং সময় ১০টা ২৫ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পোস্ট ক্লোজিং সময় নির্ধারণ করা হয় ২টা ৫০ মিনিট থেকে ৩টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২২
এসএমএকে/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।