ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাঁপাইনবাবগঞ্জে বাজুসের মতবিনিময় সভা

জুয়েলারি শিল্প শিগগিরই বিশ্ববাজারে অবদান রাখবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
জুয়েলারি শিল্প শিগগিরই বিশ্ববাজারে অবদান রাখবে বাজুস মতবিনিময় সভা।

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) প্রেসিডেন্ট ও দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্প শিগগিরই বিশ্ববাজারে অবদান রাখবে।

শুক্রবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্থানীয় সন্ধ্যা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় বক্তারা এ মন্তব্য করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, জুয়েলারি শিল্পে আমরা ৪০ বছরে যা করতে পারিনি বাজুসের প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের দক্ষ নেতৃত্বের কারণে মাত্র ১০ মাসে তা সম্ভব হয়েছে। তাঁর নেতৃত্বে জুয়েলারি শিল্প আলোর মুখ দেখেছে। যেকোনো সমস্যা সমাধানে আমরা সভাপতির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।

জেলা সভাপতি মো. মোস্তাকিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম।   

বিশেষ অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সমিত ঘোষ অপু, কার্যনির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের কার্যনির্বাহী সদস্য সচিব মো. রিপনুল হাসান ও বাজুসের কার্যনির্বাহী সদস্য মো. ফেরদৌস আলম শাহীন।

আরও বক্তব্য দেন- বাজুস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সম্পাদক শ্রী বাসুদেব নন্দী প্রমুখ।

বাজুস নেতারা বলেন, বাজুসের প্রেসিডেন্ট ও দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কর্ণধার সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে জুয়েলারি শিল্প আলোর মুখ দেখেছে এবং তারই নেতৃত্বে এই প্রতিষ্ঠান সমৃদ্ধ হয়ে শিগগিরই জুয়েলারি পণ্য বিদেশে রপ্তানি করবে।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ জুয়ালারি সমিতির প্রয়াত নেতাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।