ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসায়ীরা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা: বাণিজ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
ব্যবসায়ীরা এ প্রজন্মের মুক্তিযোদ্ধা: বাণিজ্যমন্ত্রী

নারায়ণগঞ্জ: ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বের অর্থনীতি স্থবিরতার মুখে, দেশের বাণিজ্যেও তৈরি হয়েছে সংকট। আর এমন পরিস্থিতিতে যেসব ব্যবসায়ী বাণিজ্যিক পরিবেশ সফলতার সঙ্গে ধরে রেখেছেন, তাদের এ প্রজন্মের মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে ‘জাতীয় রপ্তানি ট্রফি ২০১৮-২০১৯’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীদের সহযোগিতা পেলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে পারবো।

বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর সভাপতি জসিম উদ্দিন, ফারদিন এক্সেসরিস কোম্পানির চেয়ারম্যান ওমর ফারুক।

এ সময় ২৯টি খাতে ৭১টি প্রতিষ্ঠানের হাতে ২৯টি স্বর্ণ, ২৪টি রৌপ্য, ১৮টি ব্রোঞ্জ পদক তুলে দেন বাণিজ্যমন্ত্রী ও অতিথিরা।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।