ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

খুলনায় এবার ২৮ হাজার এইচএসসি পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১২

খুলনা: সারাদেশের ন্যায় খুলনায় আগামী রোববার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

এবার ৩৬টি পরীক্ষা কেন্দ্রে ২৮ হাজার ৬০৭ জন পরীক্ষায় অংশ নিবেন।



খুলনা জেলা প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ সূত্র বাংলানিউজকে জানায়, গত বছর (২০১১) সালে পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ১৮৯ জন। সে হিসেবে এবার (২০১২) পরীক্ষার্থী বেড়েছে ৪ হাজার ৪১৮ জন।

এর মধ্যে নগরীর ১৪টি কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা ৯ হাজার ৩৬ জন। এবার খুলনায় একটি পরীক্ষা কেন্দ্র বেড়েছে। সেটি হলো, কয়রা উপজেলার খান সাহেব কোমর উদ্দিন কলেজ।

এ দিকে পরীক্ষাসুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্তকতামূলক ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা,মার্চ ৩১, ২০১২

প্রতিবেদক: শেখ হেদায়েতুল্লাহ
সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।