ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে শাবিপ্রবিতে নানা আয়োজন

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, ডিসেম্বর ১৩, ২০২২
শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনে শাবিপ্রবিতে নানা আয়োজন

শাবিপ্রবি (সিলেট): শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে কর্মসূচি হাতে নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে প্রশাসনিক ভবন-২ এর সামনে কালো ব্যাজ ধারণ, সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী স্মরণে আলোচনা সভা।

এছাড়া সন্ধ্যা সাড়ে ৫টায় শহীদ মিনার, বঙ্গবন্ধু চত্বর ও চেতনা-৭১ এ শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।