ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

শিক্ষা

৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১ জুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২

ঢাকা: সরকারি চাকরিতে নিয়োগের জন্য ৩৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। ১ঘণ্টা ব্যাপী এ পরীক্ষা ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।



মঙ্গলবার বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) এই তারিখ ঘোষণা করে।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন প্রিলিমিনারি পরীক্ষা ১ জুন অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পিএসসির তথ্যানুযায়ী, ৩৩তম বিসিএসে এক লাখ ৮৩ হাজার ৬২৭ প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন। ৪হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৯ ফেব্রুয়ারি ৩৩তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। গত ৮ মার্চ সকাল ১০টা থেকে ৭ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনের মাধ্যমে ৩৩তম বিসিএসের আবেদনপত্র গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘন্টা, এপ্রিল ১১, ২০১২

এনএস/
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।