ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বোয়ালমারীতে প্রাথমিকে ৪৬ প্রধান শিক্ষকের পদ শূন্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
বোয়ালমারীতে প্রাথমিকে ৪৬ প্রধান শিক্ষকের পদ শূন্য

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৭টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছে।

 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ১০২টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক রয়েছে। চলতি দায়িত্বের হিসেবে প্রধান শিক্ষক পদে রয়েছে ৩৪ জন। প্রধান শিক্ষক পদে শূন্য রয়েছে ১৩টি। সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে ৭৪টি। এর মধ্যে প্রাক প্রাথমিকে নবসৃষ্ট পদ শূন্য ৩৩টি।  

বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া বাংলানিউজকে বলেন, প্রাধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ১৩টি। ৩৪টি পদে চলতি দায়িত্বে ৩৪ জন শিক্ষক রয়েছেন। সহকারী শিক্ষক ও প্রাক প্রাথমিকে নবসৃষ্ট শিক্ষক পদ শূন্য আছে ৭৪টি। এর মধ্যে সহকারী শিক্ষক পদে ৬৪ জন নিয়োগ পেয়েছেন। নিয়োগপ্রাপ্তদের চলতি মাসের ২২ তারিখের মধ্যে যোগ দেবেন বলে কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।