ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

শিক্ষা

বশেফমুবিপ্রবিতে দুই দিনব্যাপী গণিত সেমিনার 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
বশেফমুবিপ্রবিতে দুই দিনব্যাপী গণিত সেমিনার 

জামালপুর: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) গণিত বিভাগের আয়োজনে রোববার (২২ জানুয়ারি) 'সিগনিফিকেন্স অব ম্যাথামেটিকস ইন সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেক্টরস' শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত শুরু হয়েছে।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান।

 

দেশখ্যাত গবেষক ড. কামরুল আলম খান বলেন, নতুন হওয়া সত্ত্বেও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানরূপে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই আলোকে এখানে একটি আইসিটি ল্যাব স্থাপন করা হবে; যা কারিগরি দক্ষতাসম্পন্ন জনশক্তি তৈরির লক্ষ্যে আইসিটি শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।  
এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেকোনো গবেষণার ক্ষেত্রে গণিত আবশ্যক। বর্তমানে গণিত, প্রকৌশল, মেডিসিন, জীববিজ্ঞান ও অর্থনীতিসহ প্রতিটি গবেষণার ক্ষেত্রেই গণিতের ব্যবহার দিনদিন বেড়েই চলেছে। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে ভূমিকা রাখতে হবে।  

২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত দারিদ্র্যমুক্ত ও উন্নত বাংলাদেশ তথা ‘স্মাট বাংলাদেশ’ গড়তে চাইলে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করতে হবে। এজন্য গণিতের ওপর বিশেষ গুরুত্বারোপের কোনো বিকল্প নেই। কারণ বর্তমানে প্রযুক্তির বিকাশে গণিত মূল ভূমিকা পালন করছে। আবহাওয়ার পূর্বাভাস, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও অর্থনীতিসহ বিজ্ঞানের সব ক্ষেত্র গণিতের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িত। এক্ষেত্রে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদেরও গবেষণায় মনোনিবেশ করতে হবে।  

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলী আকবর গবেষণা কাজের বিভিন্ন রূপরেখা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। বিভাগের চেয়ারম্যান রিপন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, গণিত বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণিত বিভাগের প্রভাষক মো. আবুল হায়াত সজীব।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।