ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

ঢাবি শিক্ষকদের আইটি প্রশিক্ষণ দিল আইকিউএসি সেল

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
ঢাবি শিক্ষকদের আইটি প্রশিক্ষণ দিল আইকিউএসি সেল

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সম্মানিত শিক্ষকদের নিয়ে ‘Advanced IT Skills for Professionals’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স (আইকিউএসি) সেল।  

সোমবার (৩০ জানুয়ারি) তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের কম্পিউটার ব্যবহারিক শ্রেণিকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান (পরিচালক, আইকিউএসি-ডিইউ) এতে স্বাগত বক্তব্য দেন। অধ্যাপক ড. এ টি এম সামছুজ্জোহা (অতিরিক্ত পরিচালক, ইটিএল, আইকিউএসি-ডিইউ) কর্মশালাটি সঞ্চালনা করেন।  

Centre of Excellence in Teaching & Learning (CoETL) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনানুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক Excellence in Teaching Learning (ETL) হিসেবে যাত্রা শুরু করার পর ‘Advanced IT Skills for Professionals’ শীর্ষক কর্মশালার আয়োজন করেছে। মূলত আগের CoETL এর কর্মপরিধি অনুসরণে ETL.. Institutional Quality Assurance Cell (IQAC), DU ধারাবাহিকভাবে উচ্চ শিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মশালা, বিশেষ বক্তব্য আয়োজন করবে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসকেবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।