ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

ঢাবির সেই ১১৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেটে অনুমোদন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
ঢাবির সেই ১১৩ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেটে অনুমোদন

ঢাকা বিশ্ববিদ্যালয়, (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে স্থায়ী বহিষ্কৃত হয়েছেন তিনজন।

বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে ১০৯ শিক্ষার্থীকে।

সোমবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শৃঙ্খলা পরিষদের সুপারিশক্রমে এ অনুমোদন দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন সিন্ডিকেট সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা জানুয়ারি ৩০, ২০২৩
এসকেবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।