ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ১৩৪ আসনে চলছে স্পট ভর্তি কার্যক্রম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
শাবিপ্রবিতে ১৩৪ আসনে চলছে স্পট ভর্তি কার্যক্রম ফাইল ছবি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে স্পট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এর ১২১ নম্বর কক্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়।

এতে ১৩৪টি আসনে শিক্ষার্থীদের ভর্তি করানের কথা রয়েছে।  

ভর্তি কমিটি সূত্র জানায়, স্নাতক প্রথম বর্ষে ‘এ’ ও ‘বি’ ইউনিটে তাৎক্ষণিক সাক্ষাৎকারের ভিত্তিতে শূন্য আসনপূরণের লক্ষ্যে শিক্ষার্থীদের ডাকা হয়েছে।  

এতে সকাল ৯টার দিকে 'এ’ ইউনিটে মেধাতালিকা ৮ হাজার ১ থেকে ৯ হাজার ৪০০ পর্যন্ত, দুপুর ২টার দিকে ‘বি’ ইউনিটে মেধাক্রম ১ হাজার ১০১ থেকে ১ হাজার ৬৫০ পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।