ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশাল বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
বরিশাল বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ ৫

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা গতবছরের চেয়ে কমেছে অনেকটাই।

গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৯ হাজার ৯৭১ জন শিক্ষার্থী।

এ বছর তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৮৬ জনে। ফলে গত বছরের চেয়ে এ বছর জিপিএ ৫ পাওয়া সংখ্যা কমেছে ২ হাজার ৫৮৫ ।

অপরদিকে এ বছর পাসের হারও কমেছে। এ বছরের পাশের হার ৮৬ দশমিক ৯৫। কিন্তু গত বছর এ হার ছিল ৯৫ দশমিক ৭৬ শতাংশ। ফলে গত বছরের থেকে এবার ৮ দশমিক ৮১ শতাংশ কমেছে পাসের হার।

এসব তথ্য নিশ্চিত করে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, গত বছরের থেকে এ বছরে পাসের হার কিছুটা কমেছে, তবে এবারেও ছেলেদের থেকে মেয়েরা ভালো ফলাফল করেছে। আর জিপিএ-৫ এর বেলায় এবার বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগের শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে।

এ বছর মানবিক বিভাগ থেকে মোট ৩ হাজার ৩৮৯ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ২ হাজার ৬১৯ জন মেয়ে এবং মাত্র ৭৭০ জন ছেলে।  

অপরদিকে বিজ্ঞান বিভাগে মোট ৩ হাজার ২৬৪ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ১ হাজার ৭৮৮ জন মেয়ে এবং ১ হাজার ৪৭৬ জন ছেলে।  

এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ৭৩৩ জন জিপিএ ৫ পেয়েছে, যার মধ্যে ৩৯৯ জন মেয়ে এবং ৩৩৪ জন ছেলে।

এদিকে তিন বিভাগে পাশের হার মিলেয়ে দেখা যায় মেয়েরা ৮৯ দশমিক ৪১ শতাংশ পাস করেছে, যেখানে ছেলেদের পাসের হার ৮৪ দশমিক ৩৯।

এ বছর  ১২৫টি কেন্দ্রে ৩৩১টি কলেজের ৬৩ হাজার ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬১ হাজার ৮৮৫ জন। এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৮০৭ জন।  

আর মোট কলেজের মধ্যে ৩৪টির শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে এবং ২৭৮ কলেজের ৫০ শতাংশের ওপরে পরীক্ষার্থী পাশ করেছে। তবে কোনো কলেজ নেই যেখানে কেউ পাশ করেনি।

এছাড়া এ পরীক্ষায় অংশগ্রহনকারীদের মধ্যে ৫ জন মেয়ে ও ১৫ জন ছেলে বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বন করায় বহিষ্কার হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এমএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।