ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আইডিয়াল স্কুলের দুর্নীতির তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
আইডিয়াল স্কুলের দুর্নীতির তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবি

ঢাকা: রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অনিয়ম-দুর্নীতির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্ত প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবক ফোরাম।

রোববার মতিঝিলের একটি হোটেলে ফোরামের সভায় এ দাবি জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান ফাহিম উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন মো. মিজানুর রহমান, আলমগীর হোসেন, হারুন অর রশিদ, খালেকুজ্জামান প্রমুখ।

সভায় বলা হয়, ডিআইএ-এর তিন সদস্য বিশিষ্ট কমিটি গত বছর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বিগত কয়েক বছরের আয়-ব্যয়সহ নানা বিষয়ের ওপর তদন্ত পরিচালনা করে।

নিয়ম বহির্ভূতভাবে শূন্য আসনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি, এনটিআরসির বাইরে প্রায় তিনশত শিক্ষক নিয়োগদান, ভর্তি পরীক্ষার খাতায় ঘষামাজা করে শতাধিক ছাত্র/ছাত্রী অবৈধভাবে ভর্তি করানো, ভুয়া বিএড সনদে সহকারী প্রধান শিক্ষক নিয়োগদান, গভর্নিং বডির সভাপতিসহ সদস্যরা সভায় নিয়ম বহির্ভূত অতিরিক্ত সম্মানী গ্রহণ, টেন্ডার বাণিজ্যসহ সরকারি ব্যাংক থেকে স্কুলের গচ্ছিত এফডিআর সরিয়ে ব্যক্তি স্বার্থে বেসরকারি ইউনিয়ন ব্যাংকে স্থানান্তরিত করা-সহ অনেক অনিয়ম ও দুর্নীতির নথিপত্র জব্দ করেছে কমিটি।

কিন্তু বিগত ১০ মাসেও অদৃশ্য শক্তির কারসাজিতে ডিআইএ তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে না। ফোরাম নেতারা অবিলম্বে ডিআইএ’র প্রতিবেদন প্রকাশ করতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এমআইএইচ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।