ঢাকা: আইনজীবী হিসেবে এনরোলমেন্টের (তালিকাভুক্তি) জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩২৯ জন। উইথহেল্ড রাখা হয়েছে ২০ জনের ফলাফল।
গত ৯ মার্চ এ ফলাফল ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষয় অংশ নেন। গত বছরের ৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার প্রকাশিত ফলাফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষয় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলে।
আরও পড়ুন: ১২ ফেব্রুয়ারি থেকে আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
ইএস/জেএইচ