ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

জাতীয়করণের দাবি মাদারীপুরের মাধ্যমিক শিক্ষকদের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
জাতীয়করণের দাবি মাদারীপুরের মাধ্যমিক শিক্ষকদের 

মাদারীপুর: শিক্ষা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করেছেন মাদারীপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।  

সোমবার(১৩ মার্চ) বেলা ১১ টার দিকে শহরের পৌরসভা ঈদগাহ ময়দান থেকে জেলাসহ পাঁচ উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে কয়েক হাজার শিক্ষকের বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে এক মানববন্ধন করেন শিক্ষকেরা।

মানববন্ধনে বক্তব্য দেন-জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ আকমল হোসেন, সাধারণ সম্পাদক লালমিয়া জমাদার, সদর উপজেলা সভাপতি কাজী ওবাইদুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাতুব্বর, কালকিনি উপজেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, শিবচর উপজেলা সভাপতি সামসুল হক, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, রাজৈর উপজেলা সভাপতি সৈয়দালী মিয়া, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন শিকদার, ডাসার উপজেলার সাধারণ সম্পাদক সৈয়দা ইসরাত ইমাম, সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও শিক্ষক নেতা মো. জাহিদুজ্জামান জাহিদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের এক দফা দাবি, মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে। ’

মানববন্ধন শেষে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষক নেতারা।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।