ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে মোবাইল অ্যাপ গেম-জব ফেস্টিভ্যাল বুধবার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
শাবিপ্রবিতে মোবাইল অ্যাপ গেম-জব ফেস্টিভ্যাল বুধবার

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আইসিটি বিভাগের সহযোগিতায় মোবাইল অ্যাপ গেম ও জব ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। বুধবার (২২ মার্চ) এ ফেস্টিভ্যাল শুরু হবে।

সোমবার (২০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি।

তিনি জানান, আইসিটি ডিভিশনের সহযোগিতায় মোবাইল অ্যাপ গেম ও জব ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। আগামী বুধবার (২২ মার্চ) এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। ফেস্টিভ্যালে কুইজ প্রতিযোগিতা, মোটিভেশানাল ওয়ার্কশপ, এনিমেশন মুভি, র‌্যাফেল ড্র, সিভি জমা ও ইন্টারভিউ নেওয়া হবে। চাকরি প্রত্যাশীরা এখানে অংশ নিতে পারবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন। বিশেষ অতিথি থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক, আইসিটি বিভাগের মোবাইল গেম ও অ্যাপস প্রকল্প পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মার্চ ২০, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ