ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, মে ২৪, ২০২৩
শুদ্ধাচার পুরস্কার পেলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক

ঢাকা: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২২-২০২৩ শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।  

মঙ্গলবার (২৩ মে) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমানের সই করা পত্রে এ তথ্য জানানো হয়েছে।

 

পুরস্কার হিসেবে তিনি পাবেন একটি ক্রেস্ট, সার্টিফিকেট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ।

পুরস্কার প্রাপ্তিকে তিনি তার অন্তহীন কাজের স্বীকৃতি মনে করেন ও এটি তাকে আরও নিবেদিত প্রয়াসে নতুন নতুন উদ্যোগ নিতে অনুপ্রাণিত করবে বলে জানান মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

শাহ রেজওয়ান হায়াত ইতোপূর্বে বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।  

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য শাহ রেজওয়ান রংপুরের পীরগাছার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।