ঢাকা, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

অতিরিক্ত ফি আদায়: মনিপুর স্কুলসহ ৬ প্রতিষ্ঠানকে শোকজ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, মে ৩১, ২০২৩
অতিরিক্ত ফি আদায়: মনিপুর স্কুলসহ ৬ প্রতিষ্ঠানকে শোকজ

ঢাকা: অতিরিক্ত ফি আদায় করায় রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক পাঠদানের অনুমতি বাতিল করতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষাবোর্ড।

বুধবার (৩১ মে) বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত চিঠি প্রতিষ্ঠানগুলোর প্রধানদেরকে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো- মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, চেতনা মডেল একাডেমী, বনফুল আদিবাসী গ্রীণহার্ট কলেজ, এসওএস হারম্যান মেইনার কলেজ, গ্রীণফিল্ড কলেজ, ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ।

কারণ দর্শানোর জন্য পৃথক চিঠিতে বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২২ এ নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করায় উচ্চ মাধ্যমিক পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না- তা চিঠি পাওয়ার সাত কর্ম দিবসের মধ্যে জানাতে বলা হয়।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এমআইএইচ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।