ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

শিক্ষা

জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি গঠন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুন ৯, ২০২৩
জাহাঙ্গীরনগর থিয়েটারের নতুন কমিটি গঠন মাহফুজুল ইসলাম মেঘ ও অমিত বিশ্বাস

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) নতুন কমিটি গঠন করা হয়েছে।  

শুক্রবার (৯ জুন) সংগঠনটির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ওমর ফারুক বান্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

কমিটিতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের অমিত বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।  

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান, অর্থ সম্পাদক আত্তাবুজ্জামান ফরহাদ, সহ-অর্থ সম্পাদক তপু চন্দ্র দাস, দপ্তর সম্পাদক মেহের আফরোজ শাঁওলী, সহ-দপ্তর সম্পাদক অনুশ্রী দাস, প্রচার সম্পাদক গোলাম রউফু ও সহ-প্রচার সম্পাদক সুমাইয়া তাবাসসুম।  

অন্যদিকে, সাধারণ সদস্য হিসেবে আছেন ওমর ফারুক বান্না, মহসিন আলম অন্তর ও ফজলে রাব্বি।  

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন নুর ই শারতাজ লাবিব, মুহাম্মদ হাফিজ, নিবেদিতা মণ্ডল।  

এছাড়াও কমিটিতে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ সভাপতি ও দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইনকে সহ-সভাপতি হিসেবে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।