ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

শিক্ষা

জাবিতে ছাত্রী হেনস্তার প্রতিবাদে মানববন্ধন 

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, জুন ১২, ২০২৩
জাবিতে ছাত্রী হেনস্তার প্রতিবাদে মানববন্ধন 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ঢুকে পুলিশ কনস্টেবল কতৃক ছাত্রী হেনস্তার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

সোমবার (১২ জুন) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধ-শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী পূর্ণতা রহমান তৌসি বলেন, রোববার (১১ জুন) রাতে এক পুলিশ কনস্টেবল বিদ্যুৎ চৌধুরী নামের এক যুবক ক্যাম্পাসে ঢুকে এক শিক্ষার্থীকে হেনস্তা করেছে।  

জানতে পেরেছি, কিছিদিন আগেও সে বিশ্ববিদ্যালয়ে এসে ঝামেলা করতে চেয়েছে। দোষীর বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আমাদেরকে জানাতে হবে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, তারা যেন আমাদের দাবিগুলো মেনে নেন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী স্বাদ বলেন, এক পুলিশ কনস্টেবল ক্যাম্পাসে এসে শিক্ষার্থীকে হেনস্তা করেছে। এর মাধ্যমে বোঝা যায় এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা কতটা নিরাপদ। আমরা ক্যাম্পাসে নিরাপত্তা চাই। আমরা এমন একটা ক্যাম্পাস চাই যে ক্যাম্পাসে আমাদের প্রতিটি শিক্ষার্থী নিরাপদে চলাচল করে। আমরা ওই হেনস্তাকারী কনস্টেবলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।  

মানববন্ধনের পর শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বরাবর স্মারকলিপি দেন।  

তাদের দাবিগুলোর হলো- ঘটনা পরবর্তী আইনি পদক্ষেপ যথাযথভাবে হচ্ছে কিনা তার তদারকি করা, ঘটনায় হালনাগাদ তথ্য নিয়মিতভাবে শিক্ষার্থীদের জানানো, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণ, ক্যাম্পাসে মূল সড়কগুলোতে সিসিটিভি স্থাপন ও প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা কর্মী নিয়োজিত করা, অন্ধকারাচ্ছন্ন সড়কগুলোতে রাত্রিকালীন পর্যাপ্ত আলোর ব্যাবস্থা, পর্যাপ্ত যানবাহন নিশ্চিত করে ক্যাম্পাসে যাতায়াত নিরাপদ করা।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, জুন ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ