ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

শিক্ষা

জাবির সিএসই বিভাগের দায়িত্বে অধ্যাপক গোলাম মোয়াজ্জাম

জাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জুন ১৮, ২০২৩
জাবির সিএসই বিভাগের দায়িত্বে অধ্যাপক গোলাম মোয়াজ্জাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক মো. গোলাম মোয়াজ্জামকে বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

রোববার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজের সই করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

 

অফিস আদেশে রহিমা কানিজ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯ (১) ধারা বলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম মোয়াজ্জামকে বিভাগের সভাপতি নিয়োগ করা হলো।  

আগামী ২৬ জুন থেকে তিন বছরের জন্য ড. মো. গোলাম মোয়াজ্জাম এ দায়িত্ব পালন করবেন। দায়িত্বে থাকাকালীন তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে জানান রহিমা কানিজ।  

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ