ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঈদের ছুটি শেষে খুবি খুলছে রোববার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
ঈদের ছুটি শেষে খুবি খুলছে রোববার

খুলনা: পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামীকাল রোববার (৯ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) খুলছে।  

এদিন থেকে ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং অফিসগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো গত ৫ জুলাই থেকে খুলে দেওয়া হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, কোরবানির ঈদ উপলক্ষ্যে গত ২৫ জুন থেকে ০৬ জুলাই পর্যন্ত খুবি ছুটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।