ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

শিক্ষা

শাবিপ্রবির প্রথম ছাত্রী হলে নতুন ৪ সহকারী প্রভোস্ট 

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
শাবিপ্রবির প্রথম ছাত্রী  হলে নতুন ৪ সহকারী প্রভোস্ট 

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রথম ছাত্রী হলে নতুন চার সহকারী প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্ত চার সহকারী প্রভোস্ট হলেন- বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক স্থপতি শাহলা সাফওয়াত রাভী, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের প্রভাষক অপরাজিতা দাস তৃষ্ণা, বাংলা বিভাগের প্রভাষক মাফরুজা আক্তার ও স্থাপত্য বিভাগের প্রভাষক শতপর্না দাস।  

দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।