ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবি প্রকৌশল অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড' পেলেন শিক্ষক গবেষক ও শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
রাবি প্রকৌশল অনুষদের ‘ডিনস অ্যাওয়ার্ড' পেলেন শিক্ষক গবেষক ও শিক্ষার্থীরা

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রকৌশল অনুষদের সাত শিক্ষক, এক গবেষক ও ডিনস লিস্টভুক্ত ২২৬ জন শিক্ষার্থী ‘ডিনস অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন।

রোববার (১৬ জুলাই) দুপুরে প্রকৌশল অনুষদ গ্যালারিতে এক অনুষ্ঠানে এসব কৃতী শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের এ পুরস্কার দেওয়া হয়।



প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক আবু জাফর মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।

অনুষ্ঠানে প্রকৌশল অনুষদের অধিকর্তা অধ্যাপক আবু জাফর তৌহিদুল ইসলাম স্বাগত বক্তৃতা দেন। এছাড়া অ্যাওয়ার্ড অর্জনকারী শিক্ষক শেখ খালেদ মোস্তাক ও অধ্যাপক ইব্রাহীম হোসেন মণ্ডল এবং শিক্ষার্থীদের মধ্যে শেখ হাসিব চেরাগী ও আব্দুল্লাহ আল সিয়াম তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পুরস্কৃতদের অভিনন্দন জানিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) বলেন, পুরস্কৃত হওয়ার সঙ্গে তাদের দায়িত্বও বেড়ে গেল। কারণ এখন সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে অন্যদেরও সামনে এগিয়ে নিতে হবে। আমরা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অন্য দেশের থেকে তুলনামূলকভাবে পিছিয়ে। তার অন্যতম কারণ হলো আমাদের সমন্বয়ের অভাব। তাই এ বিশ্বিবদ্যালয়কে বিশ্বমানের কাতারে পৌঁছাতে সবার ঐকান্তিক ও সুসমন্বিত কার্যক্রম একান্ত প্রয়োজন।  

বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই লক্ষ্য পূরণে উদ্যোগী হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সেলক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আগামীতেও তাদের সাফল্য কামনা করেন। তাদের এ অর্জন নবীনদের জন্য অনুপ্রেরণার উৎস বলেও তিনি উল্লেখ করেন।

গবেষণায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক খাইরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক উৎপলানন্দ চৌধুরী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ খালেদ মোস্তাককে ২০২২ সালের ডিন্স অ্যাওয়ার্ড এবং উচ্চমানের গ্রন্থ প্রকাশনার স্বীকৃতিস্বরূপ ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ইব্রাহীম হোসেন মন্ডলকে একই সালের বিশেষ ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ইব্রাহীম হোসেন মণ্ডল ও ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ূন কবীর রুবেল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের পিএইচডি গবেষক জহিরুল ইসলামকে ২০২৩ সালের ডিন্স অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বিএসসি ইঞ্জিনিয়ারিং ও এমএসসি ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ডিনস লিস্টের অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের মধ্যে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের এমএসসি ইঞ্জি. এর ২৮ জন ও বিএসসি ইঞ্জি. এর ২৪ জন; কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি ইঞ্জি. এর ৬ জন ও বিএসসি ইঞ্জি. এর ২০ জন; ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি ইঞ্জি. এর ১১ জন ও বিএসসি ইঞ্জি. এর ৪২ জন; ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি ইঞ্জি. এর ৯ জন ও বিএসসি ইঞ্জি. এর ২৯ জন; ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এমএসসি ইঞ্জি. এর ১৮ জন ও বিএসসি ইঞ্জি. এর ৩৫ জন এবং অধিভুক্ত পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইঞ্জি. এর ৪ জন ছিলেন।
এ আয়োজনে সম্প্রতি অবসরপ্রাপ্ত ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক সাহিদুর রহমান, অধ্যাপক সিএম মোস্তফা ও অধ্যাপক দিল আফরোজ বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।