ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

শিক্ষা

নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান, উত্তেজনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান, উত্তেজনা সংগৃহীত ছবি

ঢাকা: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর বর্তমানে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার পরিস্থিতি থমথমে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অবস্থান করলেও তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

রোববার (২৪ নভেম্বর) রাত ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থান করতে দেখা গেছে। তবে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য কোনো বাহিনীর সদস্যদের সেখানে দেখা যায়নি।

এর আগে রাত ১০টার পর থেকে বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে জানা গেছে।  

তখন বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিকাশ সরকার। তিনি বাংলানিউজকে বলেন, হলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় তিনি তখন আর বিস্তারিত কিছু বলতে পারেননি। পরে এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। তারা দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করেন। কিন্তু শিক্ষার্থীদের হলে ফিরিয়ে নিতে তারা ব্যর্থ হন।

জানা গেছে, বুটেক্সের আজিজ হল ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ হলের শিক্ষার্থীর মধ্যে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে। তবে কী নিয়ে এ সংঘর্ষের শুরু হয় তা এখনও জানা যায়নি।

** তেজগাঁওয়ে বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এসসি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।