বিভিন্ন দাবিতে আন্দোলনরত বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে একাত্মতা জানাতে বিএনপির নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসছেন।
সোমবার (২০ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে আজ শহীদ মিনারে আসবেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভাইসহ অন্যান্য নেতারা।
২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন শিক্ষকরা।
টানা কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৯ অক্টোবর) শিক্ষা ভবন অভিমুখে শিক্ষকরা থালা-বাটি নিয়ে ভুখা মিছিল করেন। সোমবার (২০ অক্টোবর) সমাবেশ করবেন তারা।
প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় এই সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে।
আগামী ১ নভেম্বর থেকে এই হারে বাড়ি ভাড়া কার্যকর হবে বলে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মিতু মরিয়ম সই করা চিঠিতে জানানো হয়েছে।
কিন্তু আন্দোলনকারীরা বলছেন, ৫ শতাংশ বাড়ি ভাড়া আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।
সোমবার তারা বৃহত্তর সমাবেশ করবেন বলে জানিয়েছেন।
এমআইএইচ/এইচএ/