ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে বন্ধ রাখার কোনো পরিকল্পনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নেই।
বুধবার (১৯ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক বিজ্ঞপ্তিতে এমনটি বলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ ঘূর্ণিঝড় মোখা, বন্যা ও তীব্র দাবদাহের কারণে ইতোমধ্যে একাধিকবার বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে, তা দূর করতে নিরবচ্ছিন্ন পাঠদান প্রয়োজন।
এতে বলা হয়, তাই এই মুহূর্তে স্কুল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই। পরবর্তীতে এ ধরনের কোন সিদ্ধান্ত হলে তা জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
আরএইচ