ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিক্ষা

কেরাণীগঞ্জে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকা দক্ষিণ প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুন ২, ২০১২

ঢাকা দক্ষিণ: ঢাকার কেরাণীগঞ্জে চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা দেওয়া হয়েছে।

শনিবার সকাল ১১টায় চুনকুটিয়া মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কমিউনিটি সেন্টারে এ. লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এ. লতিফ চ্যারিটেবল ও সাপ্তাহিক একুশের কন্ঠ-এর চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরে আলম জিতু সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেরাণীগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হক, সংস্থাপন মন্ত্রাণালয়ের সাবেক সচিব মো. শামীম আখতার, এসএম রহমত উল্লাহ, হাজী মো. শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানে আগামীতে ভালো ফলাফলের প্রত্যাশায় উৎসাহিত করে ৩ উপজেলার ১শ ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা এবং ৫শ টাকা পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘন্টা, জুন ০২, ২০১২
সম্পাদনা: কামাল শাহরিয়ার, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।