ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এসএসসি পাস করলেন কাউন্সিলর রত্না 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩
এসএসসি পাস করলেন কাউন্সিলর রত্না  ওয়ার্ড কাউন্সিলর রত্না রানী

নীলফামারী: এসএসসি পাস করলেন নীলফামারী পৌরসভার সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর রত্না রানী।  

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে এবার জিপিএ-৩.৫৫ পেয়ে এসএসসি পাস করেছেন তিনি।

 

শহরের নিউ বাবুপাড়া এলাকার বাসিন্দা রত্না ২০২২ সালের ২৮ নভেম্বরের নির্বাচনে প্রথমবারের মতো নীলফামারী পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

ওই সময় অষ্টম শ্রেণি পাস ছিলেন এই জনপ্রতিনিধি। নারী উদ্যোক্তা হিসেবেও কাজ করে আসছেন রত্না।  কাপড়ের ব্যবসা ছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নারীদের টেইলারিং শেখাচ্ছেন রত্না রানী। এছাড়াও বাংলাদেশ কৃষক লীগের রাজনীতিতে জড়িত রয়েছেন ওতপ্রোতভাবে।

কাউন্সিলর রত্না রানী জানান, পড়াশোনার শেষ নেই বা বয়স নেই। এ কারণে সংসারের কাজের মাঝে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সাথে উদ্যোক্তা হিসেবে কাজ করছি আমি। এরইমধ্যে পড়াশোনা চালিয়ে যাওয়া। অষ্টম শ্রেণির সনদ নিয়ে নির্বাচন করি এবং নির্বাচনে বিজয়ী হওয়ার পর পড়াশোনার প্রতি আরো আগ্রহ বেড়ে উঠে আমার। এরই মধ্যে বাউবিতে ভর্তি হয়ে এসএসসি পাস করি এ বছর। আমার ইচ্ছে রয়েছে এইচএসসি এবং উচ্চতর ডিগ্রি অর্জন করা।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৩  
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।