ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

অসচ্ছল শিক্ষার্থীর দায়িত্ব প্রতিষ্ঠান নেবে, আশা শিক্ষামন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
অসচ্ছল শিক্ষার্থীর দায়িত্ব প্রতিষ্ঠান নেবে, আশা শিক্ষামন্ত্রীর

ঢাকা: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, যে সব শিক্ষার্থীর সামর্থ্য নেই তাদের ভর্তির ব্যবস্থা, টিউশন ফি ফ্রি করে দিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান দায়িত্ব নিতে পারে।  

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে এইচএসসি পরীক্ষা শুরুর পর রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

প্রতি বছর এইচএসসির ফরম পূরণে সাড়ে ৩৫০ কোটি টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নেয়, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য কিছু করা যায় কি না- প্রশ্নে দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন যে, দারিদ্র যেন কোনো মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়। অর্থাৎ রাষ্ট্র তার দায়িত্ব নেবে’।  

যদি কোনো শিক্ষার্থীর অবস্থা এমন থাকে যে টাকার অভাবে পড়তে পারছে না, তাহলে আশা করি প্রতিষ্ঠান তার দায়িত্ব নেবে। এছাড়া সরকারের উপবৃত্তিও তো রয়েছে বলে উল্লেখ করেন দীপু মনি।  

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
এমআইএইচ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।