ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রামুতে সাহিত্যঘর গণগ্রন্থাগারের নানা আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
রামুতে সাহিত্যঘর গণগ্রন্থাগারের নানা আয়োজন

কক্সবাজার: কক্সবাজারের রামুতে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, রচনা,বঙ্গবন্ধুর ভাষণ ও আবৃত্তি প্রতিযোগিতাসহ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে জাতীয় শোক দিবস ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী।  

শুক্রবার সকাল থেকে বঙ্গবন্ধু গবেষণা সংসদ এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সাহিত্য ঘর গণগ্রন্থাগার।

প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে বিকেলে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।  

সাহিত্যঘর গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক ও স্থায়ী কমিটির সভাপতি রিমন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন, গণগ্রন্থাগারের উপদেষ্টা কবি ও শিশুতোষ লেখক মানিক বৈরাগী, বিশিষ্ট সাংবাদিক খালেদ শহীদ, লেখক ও অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, সাহিত্যঘর গণগ্রন্থাগারের পৃষ্ঠপোষক এলজিইডির কর্মকর্তা তিলক বড়ুয়া,শিক্ষিকা নিরুপমা বড়ুয়া বেবী, সংগঠক ও ইউনিয়ন পরিষদ সচিব মৃণাল বড়ুয়া, শিক্ষক রূপম কুমার দাশ ও জসিম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সাঈদী।

সভায় বক্তারা বলেন, সমাজকে আলোকিত করতে এবং এলাকায় শিক্ষার আলো ছড়াতে এ ধরনের আয়োজনের বিকল্প নেই। তারা আরো বলেন,বর্তমানে বই পড়া,সাহিত্য আড্ডা বা আলোচনার আকাল চলছে, ঠিক এমন সময়ে সাহিত্যঘর গণগ্রন্থাগারের এ আয়োজন প্রশংসনীয়।

স্বাগত বক্তব্যে সাহিত্যঘর গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা রিমন বড়ুয়া বলেন, আমাদের এই যাত্রা বইকে ঘিরে, আমরা বই নিয়ে কাজ করতে চাই। এ পথ চলায় আপনারা যারা আমাদের সঙ্গে শামিল হয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।  

‘সাহিত্য প্রবাহিত হোক, পৃথিবী বইয়ের হোক’ এই স্লোগান নিয়ে সবার সহযোগিতায় সাহিত্যঘর গণগ্রন্থাগার একদিন সকল স্বপ্ন পূরণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বলেও উল্লেখ করেন রিমন।

অনুষ্ঠানে সাহিত্যঘর গণগ্রন্থাগারের অন্যতম সদস্য সুমন্ত বড়ুয়া বিজয়ীদের নাম ঘোষণা করলে অতিথিরা একে একে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আয়োজকদের পক্ষ থেকে সকল পুরস্কার প্রদানে পৃষ্ঠপোষকতা দেওয়ায় সমাজ সেবক তিলক বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করেন রিমন বড়ুয়া, রফিকুল ইসলাম সাঈদী,  সুমন্ত বড়ুয়া, কলি বড়ুয়া, তাহিয়ান কামাল, মোবারক হোসেন, সূর্য্যয় বড়ুয়া শুভ, প্রবাহিকা বড়ুয়া মেধা, বিজয় বড়ুয়া, জিয়াউল কবির মোরাদ, ঈশান বড়ুয়া, মুশফিকুল ইসলাম সিফাত ও প্রচ্ছদ বড়ুয়া অঙ্কন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২৩
এসবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।