ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিতে চূড়ান্তভাবে ভর্তি হলো ১৪০৪ শিক্ষার্থী  

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
শাবিতে চূড়ান্তভাবে ভর্তি হলো ১৪০৪ শিক্ষার্থী  

শাবিপ্রবি, (সিলেট): চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২২-২৩ সেশনে ভর্তি হয়েছে ১ হাজার ৪০৪ জন শিক্ষার্থী। এতে  ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিন ইউনিটে ১ হাজার ৫৬৬ আসনের বিপরীতে ভর্তি হয়েছে ১ হাজার ৪’শ ৪জন শিক্ষার্থী।

ফলে সিট খালি রয়েছে ১৬২টি।  

মঙ্গলবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন শাবিপ্রবির ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম।

তিনি বলেন, টানা তিন দিন চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে কোটা ব্যতীত ১৪০৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।  তিন ইউনিটে মোট আসন ছিল ১ হাজার ৫’শ ৬৬টি। এখন ১৬২টি আসন খালি রয়েছে। তবে খালি আসন পূরণে জিএসটি কমিটি চাইলে আবারও শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকতে পারে।

এদিক বুধবার (৩০ আগস্ট) সকাল ও বিকেল দুই সেশনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। সকাল ১০টা এ ইউনিট এবং বিকেল আড়াইটায় বি ও সি ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে। পরের দিন (৩১ আগস্ট) থেকে বিভাগগুলোতে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।