ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবির শীত-গ্রীষ্মকালীন ছুটিতে পরিবর্তন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
ঢাবির শীত-গ্রীষ্মকালীন ছুটিতে পরিবর্তন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের ১০ থেকে ১৩ ডিসেম্বরের শীতকালীন ছুটি আংশিক পরিবর্তন করে ২৬ থেকে ৩০ ডিসেম্বর করা হয়েছে। এছাড়া ২০২৪ সালের মে মাসের ২৬ থেকে ৩০ তারিখের গ্রীষ্মকালীন ছুটি পরিবর্তন করে ২৪ থেকে ৩০ জুন করা হয়েছে।

গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় ‘একাডেমিক ক্যালেন্ডার ২০২৪ প্রণয়ন কমিটির সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১২ নভেম্বর) জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমকে পাঠানো সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে চলতি বছরের ডিসেম্বরের শীতকালীন ও আগামী বছরের মে মাসের গ্রীষ্মকালীন ছুটি বাতিল হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেটি সংশোধন করে ছুটির সময় পরিবর্তনের বিষয়টি উল্লেখ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।