ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
জাবিতে বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে  উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

 

এ সময় উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, আবাসিক হলের প্রভোস্টসহ শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

উপাচার্যের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বিভিন্ন হলের প্রভোস্ট, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ এবং অন্যান্য পেশাজীবী সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর উপাচার্য ১৯৭১ এর ১৪ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর পরিকল্পিতভাবে মানব ইতিহাসে বর্বরোচিত ও নজির বিহীন নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানান।  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধ ও অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।  

সবাইকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান উপাচার্য।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩    
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।